নিজস্ব প্রতিনিধি, কমলপুর, ২৪ ফেব্রুয়ারি: দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঐকান্তিক প্রচেষ্টায় দীর্ঘ লড়াইয়ের পর ৫০০ বছর পরে অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছে।
তাই প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে এক ধন্যবাদ চিঠি রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিজেপি দলের উদ্যোগে প্রধানমন্ত্রীকে পাঠানো হচ্ছে। আজ গোটা রাজ্যের পাশাপাশি কমলপুর এলাকায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ পাঠিয়েছেন বিজেপি দলের কর্মকর্তারা।
এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিধায়ক মনোজ কান্তি দাস সহ এলাকার বিজেপি কর্মকর্তারা। প্রত্যেকেই এদিন প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে এক ধন্যবাদ চিঠি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়ে।