বিজেপি শিবিরে যোগদান অব্যাহত, পাবিয়াছড়া বিধানসভায় ৩৪০ ভোটার যোগ দিলেন বিজেপিতে 

নিজস্ব প্রতিনিধি, কুমারঘাট, ২৩ ফেব্রুয়ারি: পাবিয়াছড়া বিধানসভার পূর্ব বেতছড়া এনআর পাড়াতে ভারতীয় জনতা পার্টির যোগদান সভা অনুষ্ঠিত হয়েছে। দিল্লির মোদিজীর আহবানে তিন দিনের সম্মেলনের পরেই চলছে রাজ্যে রাজ্যে ভারতীয় জনতা পার্টির লোকসভা নির্বাচনের তুমুল প্রস্তুতি। 

দিল্লির সফর শেষে পাবিয়াছড়ায় পা রাখতেই এলাকার বিধায়ক সাংগঠনিক কাজে কোনো ত্রুটি রাখতে নারাজ। সরকারি কাজ কর্মের পাশাপাশি চালিয়ে যাচ্ছেন দলীয় কর্মসূচি। 

সরকারি বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে যেমন সরকারের উন্নয়নের বিভিন্ন জনগণের সামনে তুলে ধরছেন তেমনি দলীয় সভা করে সংগঠনকে মজবুত করার কাজ শুরু করেছেন। 

দলের সংগঠনকে মজবুত করার লক্ষ্যে বুথভিত্তিক সভা যেমন করছেন তেমন বিরোধী শিবির ভেঙ্গে নিজ দলে টেনে নেওয়ার প্রস্তুতি চালাচ্ছেন জোর কদমে। এলাকার নেতৃত্বদের মাধ্যমে উন্নয়নের ধারায় বিরোধী শিবিরের হানা দিয়ে ভোটারদের যুক্ত করছেন পদ্ম শিবিরে। পাহাড়েও খামতি নেই বিধায়ক ভগবান চন্দ্র দাসের। ভাঙছেন তিপ্রা মথার ঘর। 

শুক্রবার পাবিয়াছড়া বিধানসভার অন্তর্গত এন আর পাড়ায় অনুষ্ঠিত হয় যোগদান সভা।  ভারতীয় জনতা পার্টির এই যোগদান সভায় মাধ্যমে ৩৪০ জন ভোটার যোগ দেন ভারতীয় জনতা পার্টিতে।  তিপ্রা মথা, সিপিআইএম, কংগ্রেস দল ত্যাগ করে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছেন। 

রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা পাবিয়াছড়া কেন্দ্রের বিধায়ক ভগবান চন্দ্র দাসের হাত ধরে বিরোধী দল ত্যাগ করে পদ্ম শিবিরে শামিল হয়েছেন। দলীয় পতাকা দিয়ে তাদের দলে বরণ করে নিয়েছেন বিধায়ক সহ দলের অন্যান্য নেতৃত্বরা।