ওয়াটার পাম্প মেশিন মেরামত করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে সংকটজনক অবস্থায় চিকিৎসাধীন এক ব্যক্তি

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ২৩ ফেব্রুয়ারি:  ওয়াটার পাম্প মেশিন মেরামত করতে এসে সংকটজনক অবস্থা হল এক বিদ্যুৎ কর্মীর। ঘটনার বিবরণে জানা যায়, সোনাপুর এলাকার বাসিন্দা তমজিদ আলীর বাড়িতে থাকা ওয়াটার পাম্প মেশিনটি গতকাল বৃষ্টির কারণে বিকল হয়ে যায়। সেই সুবাদে তমজিদ আলী উনার নিকট আত্মীয় ওই একই এলাকার বাসিন্দা মুসলিম আলীকে সারানোর জন্য বলেন। 

এদিকে মুসলিম আলী কৈলাসহরের বেসরকারি বিদ্যুৎ সংস্থা সাই কম্পিউটার লিমিটেডের একজন  কর্মী, তমজিদ আলী ভেবেছিলেন উনার ভাইকে বললে হয়তো সুন্দরভাবে মেরামত করে দেবে। ভাইয়ের কথা শুনা মাত্র মুসলিম আলী টিলাবাজার বেসরকারি বিদ্যুৎ সংস্থা সাই কম্পিউটার লিমিটেডের সাব স্টেশনে এসে তার সহকর্মীদের নিয়ে মেরামত করার জন্য তমজিদ আলীর বাড়িতে ছুটে যায়। 

এরপর মুসলিম আলি সেই ওয়াটার পাম্প মেশিনটি সারাই করার জন্য বৈদ্যুতিক ট্রান্সফরমারের মধ্যে উঠে। লাইনে তখন বিদ্যুৎ থাকার কারণে সঙ্গে সঙ্গে তিনি বিদ্যুৎপৃষ্ট হয়ে যান এরপর উপর থেকে মাটিতে লুটিয়ে পড়েন মুসলিম আলী। 

যার ফলে মুসলিম আলীর শরীরে ব্যাপক আঘাত লাগে এবং শরীরের একাধিক অংশ ঝলসে যায়। পরবর্তী সময়ে খবর পাঠানো হয় কৈলাসহর অগ্নিনির্বাপক দপ্তরে। 

ঘটনাস্থলে দ্রুত ছুটে গিয়ে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য কৈলাসহর ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে আসে। 

তার অবস্থা বেগতিক দেখে কর্তব্যরত চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা করার পর উন্নত চিকিৎসার জন্য আগরতলা জিবি হাসপাতালে তাকে রেফার করে দেয়।

 বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার পরও কিভাবে বৈদ্যুতিক ট্রান্সফরমারের মধ্যে বিদ্যুৎ থাকল তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে জনমনে। বর্তমানে মুসলিম আলীর অবস্থা সংকটজনক। উক্ত ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে খাওরাবিল সোনাপুর এলাকায়। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *