ড্রেইন পরিষ্কার করতে গিয়ে মৃত্যু এক শ্রমিকের 

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২৩ ফেব্রুয়ারি:  এক পশলা বৃষ্টিতেই ধর্মনগর কালীবাড়ি নাট মণ্ডপে এক হাঁটু জল। প্রশাসনের উদাসীনতার কারণে এই দুরবস্থা। এর থেকে পরিত্রাণ পেতে ঝরে গেল একটি প্রাণ। কালীবাড়ির পাশের ড্রেইন পরিষ্কার করতে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হয়েছে এক শ্রমিকের। তাঁর নাম সুশীল চাকমা(৩৫)। বাড়ি শিবনগর ভিলেজের মৃত্তিঙ্গা ছড়া।

পূর্ত দপ্তর এর গাফিলতির কারণে আবর্জনায় ড্রেইন বন্ধ হয়ে যায় । ফলে কালীমন্দির প্রাঙ্গন নর্দমার জলে অস্থায়ী জলাশয়ে পরিণত হয়। তিনদিন ধরে মন্দির প্রাঙ্গণের এই অবস্থা দেখে প্রশাসন শীত ঘুমে। প্রশাসনের গাফিলতি এবং মন্দিরের দুরবস্থা দেখে শ্রমিকরা  জল নিষ্কাশনের জন্য ড্রেইন পরিষ্কার করার কাজে হাত লাগায় । 

ড্রেইনের ভিতরে ঢুকে আবর্জনা পরিষ্কার করার সময় এই দুর্ঘটনা ঘটে। এই অবস্থা দেখে ওই শ্রমিকের পাশে দাঁড়ায় কালীবাড়ি কমিটি। সঙ্গে সঙ্গে তাকে কাঞ্চনপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয় ।ডাক্তার ওকে মৃত বলে ঘোষণা করে। এই খবর পেয়ে তার বাড়ির লোকজন হাসপাতালে ছুটে যায়। প্রশাসনের তরফ থেকে মৃত পরিবারকে সাহায্য করবে বলে জানা যায়। ময়নাতদন্তের পর ওর মৃতদেহ পরিবারের লোকজন দের হাতে তুলে দেওয়া হয়। এই অকাল মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই তার গ্রামে শোকের ছায়া নেমে আসে।