BRAKING NEWS

মোদী সরকারের উপহার, এখন হিমাচল প্রদেশ থেকে হরিদ্বার পর্যন্ত সরাসরি ট্রেনের সুবিধা : অনুরাগ ঠাকুর

নয়াদিল্লি, ২৩ ফেব্রুয়ারি (হি.স.) : মোদী সরকারের উপহার, এখন হিমাচল প্রদেশ থেকে হরিদ্বার পর্যন্ত সরাসরি ট্রেনের সুবিধা পাবে ট্রেন যাত্রীরা, শুক্রবার একথা জানান কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর।

কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর শুক্রবার সাংবাদিকদের জানান, হিমাচল প্রদেশের উনা থেকে সাহারানপুর যাওয়ার ট্রেনটি এখন হরিদ্বার পর্যন্ত চলবে। অনুরাগ ঠাকুর এই সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি এই প্রসঙ্গে বলেছেন যে এটি এলাকার মানুষদের ব্যাপকভাবে উপকৃত করবে এবং এরফলে তীর্থযাত্রা বৃদ্ধি পাবে।

অনুরাগ ঠাকুর আরও জানান, হরিদ্বার একটি প্রধান ধর্মীয় স্থান এবং হিমাচল প্রদেশ থেকে বিপুল সংখ্যক ভক্ত তীর্থযাত্রার জন্য হরিদ্বারে যায়। আমি ব্যক্তিগতভাবে রেলমন্ত্রী অশ্বনী বৈষ্ণবের সঙ্গে দেখা করেছিলাম। এই ট্রেনের জন্য অনুরোধ করেছিলাম যাতে হিমাচল প্রদেশের যাত্রীরা ট্রেনে সরাসরি হরিদ্বারে যেতে পারে। আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে রেলমন্ত্রী উনা (এইচপি)-সাহারানপুর এমইএমইউ -এর সম্প্রসারণের অনুমোদন দিয়েছেন যা উনা থেকে সাহারানপুর পর্যন্ত চলত। এই ট্রেনটি এখন উনা থেকে হরিদ্বার পর্যন্ত চলবে, যা যাত্রীদের জন্য দুর্দান্ত পরিবহণ সুবিধা দেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *