BRAKING NEWS

কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর উদ্যোগে শূকর ছানা ও বার্মী কম্পোস্ট তৈরি করার জন্য সামগ্রী বিতরণ খোয়াইয়ে 

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ২৩ ফেব্রুয়ারি: কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর উদ্যোগে পূর্বরামচন্দ্রঘাট এলাকার কৃষকদের মধ্যে শূকর ছানা ও বার্মী কম্পোস্ট তৈরি করার জন্য সামগ্রী বিতরণ করা হয়।

 কৃষকদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের উদ্যোগে ৪০ জন কৃষকের মধ্যে শূকরের ছানা ও ভার্মি কম্পোস্ট তৈরি করার সামগ্রী বিতরণ করা হয়।শুক্রবার দুপুরে খোয়াই রামচন্দ্রঘাটের অটল কমিউনিটি হলে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আর ডি ব্লকের অন্তর্গত পূর্বরামচন্দ্রঘাট এলাকার কৃষকদের মধ্যে একটি করে শূকর ছানা ও চারজন কৃষককে ভার্মি কম্পোস্ট তৈরি করার জন্য সামগ্রিক তুলে দেয়।

 এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোয়াই জেলা পরিষদের সহ-সভাধিপতি জয়দেব দেববর্মা, খোয়াই জেলা ভূমি ও উদ্যান দপ্তরের উপ অধিকর্তা সাবেন্দ্র দেববর্মা, খোয়াই মহকুমা কৃষি তত্ত্বাবধায়ক শ্রীকান্ত নাথ, খোয়াই পঞ্চায়েত সমিতির তাপস দাস, খোয়াই জেলার কৃষি উপ-অধিকত্তা বিশ্বজিৎ দাস সহ অন্যান্যরা। 

সেদিনের এই অনুষ্ঠান শেষে পূর্ব রামচন্দ্র ঘাট গাও সভার ৩৬ জন বেনিফিসারি কে একটি করে বড় শূকরের ছানা প্রদান করা হয়। তাছাড়া চার জন কৃষককে ভার্মি কম্পোস্ট তৈরি করার জন্য সামগ্রী প্রদান করা হয়। ৪০ জন কৃষককে অতিথিরা তাদের হাতে তুলে দিলেন। 

এদিন অনুষ্ঠানের শেষে বক্তব্য রাখতে গিয়ে খোয়াইজ জেলা সভাধিপতি জয়দেব দেববর্মা বলেন, কৃষি দপ্তরের উদ্যোগে কৃষকদের আত্মনির্ভরশীল গড়ে তোলার লক্ষ্যে সামগ্রী বিতরণ করা হয়। আগামী দিন রামচন্দ্রঘাট এলাকার কৃষকরা কৃষি দপ্তরের পক্ষ থেকে যত সামগ্রী উপহারস্বরূপ সামগ্রী পেয়ে কৃষি সামগ্রী উৎপাদনের ক্ষেত্রে এগিয়ে নিয়ে যাবে। কৃষি দপ্তর ও কৃষকদের পাশে থেকে এভাবে কাজ করে যাবে।কৃষকরা শুকর ছানা পেয়ে খুবই উপকৃত হয়েছে বলে কৃষকরা জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *