রামপুরহাট, ২৩ ফেব্রুয়ারি (হি. স.) : খড়ের গাদা থেকে জামাইয়ের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার বীরভূমে। ঘটনাটি বীরভূমের রামপুরহাট থানার আয়াস গ্রামে। শুক্রবার আয়াস গ্রামের খাসপাড়ার একটি খড়ের গাদায় খড় অর্ধঢাকা দেওয়া অবস্থায় মৃতদেহটি দেখতে পান এলাকার বাসিন্দারা। মৃতের নাম সত্যেন্দ্র সিং। তার বাড়ি বিহারের আরা জেলার সুরান্দা গ্রামে।
বীরভূমের রামপুরহাট থানার আয়াস গ্রামের ঢুলিপাড়ায় তার শ্বশুর বাড়ি। বৃহস্পতিবার বেলা এগারো নাগাদ তার স্ত্রী প্রভাবতী দেবীকে সঙ্গে নিয়ে আয়াস গ্রামের শ্বশুর বাড়িতে আসেন। পরিবারের সূত্রে জানা গিয়েছে, গতকাল বিকেল চারটে নাগাদ তিনি বাড়ি থেকে বের হন। এরপর আর বাড়ি ফেরেননি। এদিন সকালে বাড়ি থেকে পাঁচশো মিটার দূরে খড়ের গাদা থেকে তার মৃতদেহ উদ্ধার হয়। মৃতের নাক ও মুখ দিয়ে প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রামপুরহাট থানার পুলিশ। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে রামপুরহাট থানার পুলিশ।