বিলোনিয়া, ২২ ফেব্রুয়ারি: নিজ অটো রিক্সার মধ্যে এক যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে। ওই ঘটনায় বিলোনিয়া ভিতরে বাজারে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। মৃতের বড় ভাইয়ের ধারণা, ওই ব্যক্তিকে খুন করা হয়েছে। আপাতত পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে।
জানা গিয়েছে, মৃত যুবক গ্যারেজ টিলা এলাকার বাসিন্দা ইন্দ্রজিৎ সাহা(২৭) বাড়ি। সে পেশায় অটো চালক ছিল।
মৃতের ভাই জানিয়েছেন, ইন্দ্রজিৎ বর্তমানে চোত্তাখোলা এলাকায় রং-এর কাজ করছে। প্রতিদিনের মতো ভাই কাজ সেরে এস বি সি নগর নিজ বাড়িতে যাবে বলে রাত প্রায় সাড়ে নটা নাগাদ কথা হয়েছিল। এরপর ভাইয়ের সাথে আর কথা হয়নি। সকালবেলায় যখন দোকান খুলেছে তখন দেখা যায় ভাইয়ের অটোটি দোকানের সামনে রয়েছে। গিয়ে দেখা যায় ইন্দ্রজিতের নিথর দেহ অটোর পেছনের সিটে শোয়ানো অবস্থায় রয়েছে এবং দু এক জায়গা দিয়ে রক্ত বেরোচ্ছে। হাতে অটোর চাবি এবং মোবাইলটা দূরে ফালানো রয়েছে। তড়িঘড়ি অটোটি কে নিয়ে বিলোনিয়া হাসপাতালে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।
তাঁর দাবি,ইন্দ্রজিৎকে পরিকল্পিতভাবে হত্যার করা হয়েছে।বিলোনিয়া থানার পুলিশ অস্বাভাবিক মৃত্যু মামলা নিয়ে তদন্ত শুরু করেছে।