নয়াদিল্লি, ২২ ফেব্রুয়ারি (হি.স.): দিল্লির প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির নেতা মনীশ সিসোদিয়ার জেল হেফাজতের মেয়াদ ফের বাড়াল দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। আগামী ১২ মার্চ পর্যন্ত সিসোদিয়ার জেলা হেফাজতের মেয়াদ বাড়ানো হয়েছে। এর আগে সিসোদিয়াকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত জেলা হেফাজতে পাঠানো হয়েছিল, হেফাজতে মেয়াদ শেষ হওয়ায় বৃহস্পতিবার ফের তাঁকে আদালতে পেশ করা হয়।
এদিনই সিল করা খামে বিশদ তদন্তের স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে সিবিআই। আদালত বলেছে, স্ট্যাটাস রিপোর্ট পরীক্ষার জন্য উন্মুক্ত নয়। আদালত বলেছে, এটি তদন্তের বিবরণ প্রকাশ করতে পারে না। আদালত ১২ মার্চ বিষয়টি তালিকাভুক্ত করেছে। সেই দিন পর্যন্ত মনীশ সিসোদিয়ার জেল হেফাজতও বাড়ানো হয়েছে।