ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২২ ফেব্রুয়ারি।। জিরানিয়া ক্রিকেট এসোসিয়েশন আয়োজিত ক্লাব ভিত্তিক টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে। আজ, বৃহস্পতিবার রানিরবাজার ক্রিকেট মাঠে অনুষ্ঠিত খেলায় রয়েল ক্লাব ছয় উইকেটের ব্যবধানে জয়ী হয়েছে। হারিয়েছে একতা সামাজিক সংস্থাকে। সকালে ম্যাচ শুরুতে টস জিতে রয়েল ক্লাব প্রথমে বোলিং এর সিদ্ধান্ত নেয়। খেলা প্রায় এক ঘন্টা কুড়ি মিনিট দেরিতে শুরু হওয়ায় ওভার সংখ্যা কমিয়ে ১৫ করা হয়। একতা সামাজিক সংস্থা প্রথমে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে সীমিত ১৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১২২ রানে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। দলের পক্ষে শুভম সাহার ৩১ রান এবং প্রবাল মজুমদারের ২৫ রান উল্লেখযোগ্য। রয়েল ক্লাব এর বোলার রামকৃষ্ণ দাস ১১ রানে চারটি, অভিষেক গোস্বামী ও প্রান্তোষ সাহা দুটি করে এবং অনির্বাণ দেবনাথ ও নিলেশ গোস্বামী একটি করে উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে রয়েল ক্লাব ঠিক পাঁচ বল বাকি থাকতে চার উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। ওপেনার দীপঙ্কর দাসের ৪৯ রান এবং সুশান্ত দেবনাথ এর ৩৬ রান দলকে জয়ের কাছাকাছি পৌঁছে দেয়। পঞ্চম উইকেটের জুটিতে রামকৃষ্ণ দাস ১২ রানে এবং নিবাস গোস্বামী ৫ রানে অপরাজিত থেকে দলকে জয় এনে দেয়।