BRAKING NEWS

রিজার্ভ ব্যাঙ্কের দাবা টুর্নামেন্টে ৬ মার্চের মধ্যে এন্ট্রি আহ্বান

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২২ ফেব্রুয়ারি।। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার উদ্যোগে বিভিন্ন ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতা শুরু হতে যাচ্ছে। তারই অঙ্গস্বরূপ র‌্যাপিড দাবা প্রতিযোগিতা শুরু হচ্ছে ৯ মার্চ থেকে। চলবে ১০ মার্চ পর্যন্ত। প্রথম বারের মতো দুদিন ব্যাপী ওই আসরের উদ্যোক্তা আর বি আই। সহযোগিতায় রাজ্য দাবা সংস্থা। খেলা হবে এন এস আর সি সি-‌র দাবা হলঘরে। মোট ৯ রাউন্ডের হবে প্রতিযোগিতা। আসরের প্রথম ১২ স্থানাধিকারী দাবাড়ুদের পুরস্কৃত করা হবে। এছাড়া বয়সভিত্তিক বিভাগেও সেরা ৩ দাবাড়ুকে পুরস্কৃত করা হবে। আসরে অংশ নিতে ইচ্ছুকদের ৬ মার্চের মধ্যে নাম জমা দিতে বলা হয়েছে। নাম জমা দিতে হবে রাজ্য দাবা সংস্থার অর্গানাইজিং সেক্রেটারি অভিজিৎ ঘোষের কাছে। এতে অংশগ্রহণের জন্য কোনও রকম এন্ট্রি ফি জমা দিতে হবে না। বিভিন্ন মহকুমা থেকে আগত দাবাড়ুদের দুদিন থাকার ব্যবস্থাও করা হবে বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে। মূলত:‌ রাজ্যের দাবা খেলার জনপ্রিয়তা বাড়াতে এবং মানোন্নয়ন ও প্রসারের লক্ষ্যে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই প্রতিযোগিতা আয়োজনের উদ্যোগ নিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *