ধুবড়ি (অসম), ২২ ফেব্রুয়ারি (হি.স.) : নাবালিকা মেয়েকে ধর্ষণের দায়ে জনৈক অভিযুক্তকে ২১ বছরের সশ্ৰম কারাদণ্ড এবং ১০ হাজার টাকার অর্থ জরিমানা করেছেন ধুবড়ির অতিরিক্ত জেলা ও দায়রা তথা বিশেষ আদালতের বিচারপতি মুকুল চেতিয়া। সাজাপ্ৰাপ্ত ব্যক্তি বিলাসীপাড়া থানাধীন চাটাপাড়া গ্রামের বাসিন্দা মণিরুল ইসলাম ওরফে রাজু।
২০১৯ সালে ১২ বছরের এক কিশোরীকে ধর্ষণের দায়ে ভারতীয় দণ্ডবিধি এবং পোকসো আইনের ৬ নম্বর ধারায় অভিযুক্ত মণিরুল ইসলামকে দোষী সাব্যস্ত করে বিভিন্ন মেয়াদে ২১ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আদালতে দশ জনের সাক্ষ্য নেওয়ার পর আজ বৃহস্পতিবার এই রায় দিয়েছেন আদালতের বিশেষ বিচারপতি মুকুল চেতিয়া।
মামলা সম্পর্কে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তপনকুমার ভট্টাচার্য বলেন, গত ২০১৯ সালের ১৭ অক্টোবর জনৈক অভিভাবক বিলাসীপাড়া থানার অফিসার ইনচার্জের কাছে লিখিত অভিযোগ দায়ের করে বলেছিলেন, তাঁর ১২ বছরের মেয়েকে বলপূর্বক ধর্ষণ করেছিল মণিরুল ইসলাম নামের এক ব্যক্তি। তাঁর অভিযোগের ভিত্তিতে বিলাসীপাড়া থানায় পুলিশ মণিরুল ইসলামের বিরুদ্ধে আইপিসির বিভিন্ন ধারায় ১১০৭/১৯ নম্বরে মামলা দায়ের করে।
মামলার ভিত্তিতে বিলাসীপাড়া থানার পুলিশ অভিযুক্ত মণিরুল ইসলামকে গ্ৰেফতার করে। এর পর বেশ কয়েকবার অতিরিক্ত জেলা ও দায়রা তথা বিশেষ আদালতে মামলার শুনানি সম্পন্ন হয়েছে। শুনানি পর্বে বিচারপতি অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে আজ ২২ ফেব্রুয়ারি তার সাজা শুনিয়েছেন। ধৰ্ষণজনিত অপরাধ সহ্য করা হবে না, আদালতের আজকের এই শাস্তির রায় সমাজে এক কড়া বার্তা দিয়েছে, বলেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তপনকুমার ভট্টাচার্য।