রায়পুর, ২২ ফেব্রুয়ারি (হি.স.) : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ছত্তিশগড়ের রাজধানী রায়পুরে পৌঁছান। বৃহস্পতিবার দুপুরে তিনি ছত্তিশগড়ের রাজধানী রায়পুরের স্বামী বিবেকানন্দ বিমানবন্দরে পৌঁছলে তাঁকে স্বাগত জানান ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাই।
বিষ্ণুদেও সাই ছাড়াও এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে স্বাগত জানিয়েছেন ছত্তিশগড়ের স্বরাষ্ট্রমন্ত্রী বিজয় শর্মা। স্বাগত জানানোর অনুষ্ঠানের পর স্বরাষ্ট্রমন্ত্রী বিমানে করে কোন্ডাগাঁও চলে যান। সেখানে বেশ কয়েকটি কর্মসূচিতে অংশগ্রহণের পরিকল্পনা রয়েছে শাহের।

