উ ২৪ পরগনা, ২২ ফেব্রুয়ারি (হি.স) : বিরল নজির উত্তর ২৪ পরগনার ভাটপাড়া এলাকায়। বৃহস্পতিবার পুলিশের বিরুদ্ধে থানার সামনে বিক্ষোভ বিজেপির। প্রসঙ্গত, ভাটপাড়া থানা এলাকার ভাটপাড়া পৌরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জুয়েল ধর ও দিশা বিশ্বাস দীর্ঘদিন ধরে নিখোঁজ রয়েছে। এবিষয়ে ভাটপাড়া থানায় অভিযোগ দায়ের করা হলেও পুলিশি সদর্থক ভূমিকা পালন করেনি। এমনটাই অভিযোগ তুলে ভাটপাড়া থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করল ব্যারাকপুর সংগঠনিক জেলা বিজেপির নেতা কর্মীরা। যার নেতৃত্বে ছিলেন রাজ্য বিজেপি মহিলা মোর্চা সভানেত্রী ফাল্গুনী পাত্র, ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি মনোজ বন্দ্যোপাধ্যায় সহ একাধিক বিজেপি নেতৃত্ব। তাদের দাবি অবিলম্বে ওই দুই এলাকা বাসীকে খুঁজে বের করতে হবে। পাশাপাশি অন্য কোনো অপরাধ হয়ে থাকলেও দ্রুত তার কিনারা করতে হবে।