আগরতলা, ২২ ফেব্রুয়ারি : আবারো ভয়াবহ যান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক যুবতীর। আজ দুপুরে খোয়াই সোনাতলা গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের সামনে ওই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও ৯জন ব্যক্তি। দমকলবাহিনীর আহতদের জিবি হাসপাতালে নিয়ে গিয়েছে।
জনৈক ব্যক্তি জানিয়েছেন, আজ দুপুর ১২টা নাগাদ খোয়াই সোনাতলা গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের সামনে অটো এবং পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ ঘটে। তাতে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে এক যুবতীর। দমকলকর্মীরা তাঁকে উদ্ধার করে খোয়াই হাসপাতালে নিয়ে গিয়েছে। ওই ঘটনায় আরো ৯ জন গুরুতর আহত হয়েছে। তাঁদের উদ্ধার করে জিবি হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে তাঁরা চিকিৎসাধীনে আছে.