নয়াদিল্লি, ২১ ফেব্রুয়ারি (হি.স.): নালন্দা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের এক প্রতিনিধিদলের সঙ্গে বুধবার সংসদ ভবনে দেখা করলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। ভারত ছাড়াও আরও ১১টি দেশের শিক্ষার্থীরা ছিলেন ওই প্রতিনিধিদলে। এই দেশগুলোর মধ্যে রয়েছে ভুটান, ভিয়েতনাম, বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মায়ানমার, লাওস, নেপাল, আর্জেন্টিনা, কেনিয়া, থাইল্যান্ড এবং উগান্ডা। ছাত্ররা ছাড়াও এই প্রতিনিধিদলে ছিলেন নালন্দা বিশ্ববিদ্যালয়ের তিন আধিকারিক ডঃ বি.সি. অম্বিকা প্রসাদ পানি, ডঃ পূজা ডাবরাল এবং ডাঃ তোষাবন্ত প্রধান।
শিক্ষার্থীদের সাথে আলাপচারিতায় উপরাষ্ট্রপতি তাঁদের শান্তি, অগ্রগতি উন্নয়নের শরিক হওয়ার আহ্বান জানান। তিনি ভারতীয় সভ্যতার চিরন্তন অবদানের কথাও তুলে ধরেন। উপরাষ্ট্রপতি ভগবান বুদ্ধের শান্তি ও সম্প্রীতির বাণী প্রচার করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। ধনখড় শিক্ষার্থীদের সচেতন হওয়ার এবং প্রাকৃতিক সম্পদের ন্যায়সঙ্গত ব্যবহার সম্পর্কে মানুষকে সচেতন করার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি প্রাকৃতিক সম্পদের ন্যায়সঙ্গত ব্যবহার ও সেই সম্পর্কে মানুষকে সচেতন করার বিষয়েও আহ্বান জানিয়েছেন। কথোপকথনের সময় ধনখড় তাঁর গতবছরে নালন্দা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার স্মৃতিচারণ করেন। পাশাপাশি তাঁদের স্মরণ করিয়ে দেন নালন্দা ব্র্যান্ড এর বিষয়ে। এটিকে আরও উচ্চতায় নিয়ে যেতে অনুপ্রাণিত করেন ছাত্রদের।