নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ ফেব্রুয়ারি: সরকারি অফিস আদালত সহ বিভিন্ন স্থানে চুরির ঘটনা দিনের পর দিন বৃদ্ধি পেয়ে চলেছে। তাতে উদ্বেগ ও উৎকণ্ঠা বাড়ছে। এয়ারপোর্ট থানাধীন বামুটিয়া ব্লকে চুরি করতে এসে স্থানীয়দের হাতে ধরা পড়ল ২ নাবালক চোর। ঘটনা বুধবার সকালে। অভিযুক্তদের উত্তম মাধ্যম দিয়ে তুলে দেওয়া হয় পুলিশের হাতে।
বামুটিয়ার ব্লক সংলগ্ন তেবাড়িয়া এলাকার ড্রাগসের নেশায় আসক্ত হয়েছে যুবসমাজ। এই নেশার অর্থ যোগাড় করতে প্রতিনিয়ত বিভিন্ন বেআইনি কার্যকলাপের সাথে যুক্ত হচ্ছে ছেলেমেয়েরা। এমনই দুই নাবালক প্রতিনিয়ত এলাকাতে চুরি এবং বিভিন্ন অবৈধ কাজ করে যাচ্ছে।
তাদের নেশার চাহিদা পূরণ করতে এই ধরনের চুরির ঘটনাগুলো সংঘটিত করছে বলে জানাই স্থানীয়রা। এদিন বামুটিয়া ব্লকের পেছনে সরকারি লোহার পাইপ খুলে নিয়ে যাওয়ার সময় হাতে নাতে ধরে ফেলে স্থানীয় জনতা।
বুধবার যে চোরদের পাকড়াও করা হয়েছে সরস্বতী পূজার দিন তাদেরকেই এলাকার একটি গাড়ি থেকে ব্যাটারি চুরি করার দায়ে পাকড়াও করেছিল স্থানীয়রা। তখন তাদেরকে দেওয়া হয়েছিল পুলিশে। কিন্তু ছাড়া পেয়ে আবার সেই চুরির কাজে যুক্ত হচ্ছে তারা। স্থানীয়দের দাবি এলাকাতে নেশার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করার পাশাপাশি চুরি রোধে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করুক এয়ারপোর্ট থানার পুলিশ।