মুম্বই, ২১ ফেব্রুয়ারি (হি.স.) : পুণে পুলিশ গত চার দিনে প্রায় ৪ হাজার কোটি টাকার মাদক দ্রব্য উদ্ধার করতে সফল হয়েছে। চোরাচালানকারীদের একটি বড় ব়্যাকেট ফাঁস করে চোরাচালান ব্যবসার সঙ্গে জড়িত ৩ জনকে গ্রেফতার করেছে পুণে পুলিশ। পুলিশের এই পদক্ষেপের প্রশংসা করেছেন মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিশ।
মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিশ বুধবার সাংবাদিকদের জানিয়েছেন, পুণে পুলিশ মাদক চোরাচালান মামলায় একটি ছোট মামলার তদন্ত করতে গিয়ে একটি বড় ব়্যাকেট ফাঁস করেছে। পুলিশ এখনও তদন্ত করছে। ফড়ণবিশ আরও বলেছেন, পুণে পুলিশের কাজ অত্যন্ত প্রশংসনীয়। এই তদন্তের জন্য পুণে পুলিশকে অভিনন্দন জানিয়েছেন ফড়ণবিশ।
জানা গিয়েছে গত ১৮ ফেব্রুয়ারি, একটি গোপন তথ্যের ভিত্তিতে পুণে পুলিশ পুণে পেঠ এলাকায় অভিযান চালিয়ে ২ কেজি মাদক বাজেয়াপ্ত করেছিল। তারপর তদন্ত চলাকালীন পুলিশ ১৯ ফেব্রুয়ারি বিশ্বান্তওয়াড়িতে একটি গুদাম থেকে ১০০ কোটি টাকারও বেশি মূল্যের ৫৫ কেজি মাদক বাজেয়াপ্ত করেছে। এরপর ২০ ফেব্রুয়ারি কুরকুম্ভ এমআইডিসির একটি কারখানা থেকে ১১০০ কোটি টাকার ড্রাগ বাজেয়াপ্ত করে পুলিশ। এই সব অভিযানে পুলিশ মাদক চোরাচালানের সঙ্গে জড়িত ৩ জনকে গ্রেফতার করেছে। ধৃত তিনজনের নাম হায়দার শেখ, বৈভব মানে এবং অজয় করোসিয়া।