মোরাদাবাদ , ২১ ফেব্রুয়ারি (হি.স.): বিরোধীদের আইএনডিআই জোটে কোনও বিরোধ নেই। আত্মবিশ্বাসের সঙ্গে বললেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। তিনি বলেছেন, জোটে কোনও বিরোধ নেই, সবকিছু পরিষ্কার হয়ে যাবে। বুধবার উত্তর প্রদেশের মোরাদাবাদে সাংবাদিকদের মুখোমুখি হন অখিলেশ যাদব, রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রায় যোগ না দেওয়ার বিষয়ে তাঁকে প্রশ্ন করা হয়।
উত্তরে অখিলেশ যাদব বলেছেন, “সব ঠিক আছে, যার শুরু ভালো তার শেষও ভালো হয়। হ্যাঁ, একটা জোট হবে। কোনও দ্বন্দ্ব নেই। শীঘ্রই সবকিছু পরিষ্কার হয়ে যাবে… সব ঠিক আছে যেটা ভালোভাবে শেষ হবে।” আসন্ন লোকসভা নির্বাচনে সমাজবাদী পার্টি ক’টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে চায় এমন প্রশ্নের উত্তরে অখিলেশ যাদব বলেন, “যতটা আমরা লড়তে পারি। সর্বোচ্চ।”