আগরতলা, ২১ ফেব্রুয়ারি : রাতের আঁধারে কৃষকের ঝিঙে গাছ কেটে নষ্ট করে দিল দুষ্কৃতিকারীরা। সোনামুড়া থানাধীন গরুর বান্দ এলাকায় ওই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছাড়িয়েছিল।
ক্ষতিগ্রস্ত কৃষক হরিপদ দাস বলেন, দুই ছোট্ট শিশু স্ত্রী পরিবার নিয়ে অসহায় ভাবে দিন কাটাচ্ছেন তিনি। আয়ের একমাত্র উৎস কৃষি। কৃষি কাজ করে কোন রকমে সংসার প্রতিপালন করে যাচ্ছেন। দিনরাত পরিশ্রম করে সাড়ে তিনশোর উপরে ঝিঙ্গা গাছ রোপন করেছিলেন তিনি। হয়তোবা আর এক মাস পরে এই ঝিঙ্গার ফল বের হতো। কিন্তু গতকাল রাতে দুষ্কৃতিকারীরা ঝিঙে গাছ কেটে নষ্ট করে দিয়েছে। প্রায় ১৫ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

