আগরতলা, ২১ ফেব্রুয়ারি: রাতের আঁধারে হাত সাফাই করল চোরের দল। কোনাবন রামকৃষ্ণ আশ্রমের মশলা ফ্যাক্টরীর চুরির ঘটনা প্রকাশ্যে আসতে জনমনে আতঙ্ক দেখা দিয়েছে।
জনৈক ব্যক্তি জানিয়েছেন, গতকাল রাতে কোনাবন রামকৃষ্ণ আশ্রমের মশলা ফ্যাক্টরীতে চোরের দল হানা দিয়েছে। ওই ফ্যাক্টরীর মালিক গত ১৫দিন আগে জিনিসপাত্র আনার জন্য পাটনা গিয়েছিল। সেই সুযোগে রাতে চোরের দল প্রবেশ করেছে। চোরের দল বিভিন্ন জিনিস সহ কম্পিউটার নিয়ে পালিয়েছে। পুলিশ ওই ঘটনার তদন্ত শুরু করেছে।