দিল্লির দ্বারকায় আবাসনে ভয়াবহ আগুন; আতঙ্কে ঝাঁপ দুই মহিলার, একজনের মৃত্যু

নয়াদিল্লি, ২১ ফেব্রুয়ারি (হি.স.): রাজধানী দিল্লিতে ফের অগ্নিকাণ্ড! বুধবার দিল্লির সেক্টরে ১০ দ্বারকাতে একটি আবাসনে আগুন লাগে। আবাসনে আগুন লাগা মাত্রই আতঙ্কে ঝাঁপ দেন দুই মহিলা। তাঁদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। পুলিশ ও দমকল সূত্রের খবর, বুধবার দিল্লির সেক্টরে ১০ দ্বারকাতে একটি আবাসনে ভয়াবহ আগুন লাগে।

দাউদাউ করে জ্বলতে থাকে আগুন, খবর দেওয়া হয় দমকলে। কিন্তু আগুন এতটাই ভয়াবহ রূপ নেয় যে দুই মহিলা চতুর্থ ও পঞ্চম তলা থেকে ঝাঁপ দেন। দু’জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে, একজন মহিলার মৃত্যু হয়েছে। একজন হাসপাতালে চিকিৎসাধীন। দমকলের চেষ্টায় পরে আগুন নিয়ন্ত্রণে এসেছে।