গত তিন দিন ধরে রহস্যজনকভাবে নিখোঁজ গৃহবধূ বাড়ি ফিরে গেলেন

আগরতলা, ২১ ফেব্রুয়ারি: গত তিন দিন ধরে রহস্যজনকভাবে নিখোঁজ এক গৃহবধূ। অনেক খোজাখুজির পর তাঁর কোনো হদিশ না পেয়ে পরর্বতী সময়ে থানায় দারস্থ হয়েছে পরিবারের সদস্যরা। অবশেষে বাড়ি ফিরে গেলেন গৃহবধূ।

প্রসঙ্গত, গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কাঞ্চনমালা বাজার সংলগ্ন এলাকার বাসিন্দা সরস্বতী সরকারের কন্যা প্রিয়া সরকার তিন দিন ধরে রহস্যজনকভাবে নিখোঁজ। পাঁচ বছর আগে প্রিয়ার সাথে কমলাসাগর বিধানসভার অন্তর্গত পান্ডবপুর এলাকার বাসিন্দা অভিজিৎ দাসের সাথে সামাজিক ভাবে বিয়ে হয়েছিল। গত ১৭ ফেব্রুয়ারী তাঁর পান্ডবপুর স্হিত শশুর বাড়ি থেকে নিখোঁজ হয়ে গিয়েছে। সাথে সাথে তাঁর স্বামী ঘটনাটি তাঁর মাকে জানিয়েছিল। কিন্তু অনেক খোজাখুজির পর তাঁর কোনো হদিশ পাওয়া যায়নি। পরর্বতী সময়ে দুই পরিবারের পক্ষ থেকে আমতলী থানায় নিখোঁজ ডায়েরি করা হয়েছিল।

নিখোঁজ গৃহবধূ প্রিয়া সরকার অবশেষে ফিরে আসলেন ঘরে। পরর্বতী সময়ে স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে বধূ নির্যাতনের মামলা দায়ের করলেন থানায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *