কলকাতা, ২১ ফেব্রুয়ারি (হি.স.) : অভিনেত্রী তথা কলকাতা পুরসভার ১০৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার অনন্যা বন্দ্যোপাধ্যায়ের আচরণের প্রতিবাদ জানানোয় বুধবার দুপুরে দক্ষিণ কলকাতা থেকে পুলিশ বিজেপি-র সংখ্যালঘু মোর্চার সভাপতি সহ ২৫ জনকে গ্রেফতার করে। তাদের লালবাজারে নিয়ে যাওয়া হয়। বিজেপি সূত্রে এই খবর জানানো হয়। বিজেপি-র সংখ্যালঘু মোর্চার সভাপতি চার্লস নন্দী বলেন, আজ আমরা সূচি অনুযায়ী অনন্যার বিরুদ্ধে নিউ মার্কেট থানায় অভিযোগ দায়ের করি। এরপর হাজরায় একটা প্রতিবাদ কর্মসূচির জন্য আসি। সেখানেই পুলিশ আমাদের ধরে লালবাজারে নিয়ে আসে।
বিতর্কের জেরে মঙ্গলবার অনন্যা পুর অধিবেশনে আসেননি। সূত্রের খবর, আপাতত তাঁকে অধিবেশনে আসতে না বলা হয়েছে। তাঁকে শো কজও করেছেন মেয়র ফিরহাদ হাকিম। সোমবার কলকাতা পুরসভার বাজেট অধিবেশনে খ্রিস্টানদের ধর্মগ্রন্থ বাইবেলের উল্লেখ করে একটি উপমা টেনে বিতর্কে জড়ান অনন্যা। রাতে ফেসবুক পোস্টে মেয়র ফিরহাদ জানান, অনন্যার কাছে তাঁর মন্তব্যের কৈফিয়ৎ চেয়েছে তৃণমূলের পুরদল। কারণ, তাঁর মন্তব্য বিশেষ সম্প্রদায়ের ভাবাবেগে আঘাত করেছে। পুরসভা সূত্রের খবর, মুখ্যমন্ত্রীও এনিয়ে ক্ষুব্ধ।এই ঘটনায় সেদিন অধিবেশনেই হইচই হয়। আপত্তি জানান তৃণমূলের এক খ্রিস্টান কাউন্সিলারও। বিজেপি-র বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রাজ্যে দলের কেধ্দ্রীয় সহ পর্যবেক্ষক অমিত মালব্য প্রমুখ লিখিত প্রতিবাদ করেন এক্স হ্যান্ডলে।