অসমে পুলিশের অভিযানে ধৃত ১২২ জন সুদখোর, জানান মুখ্যমন্ত্রী

গুয়াহাটি, ২১ ফেব্রুয়ারি (হি.স.) : অসমে গত কয়দিনে পুলিশের অভিযানে এ পর্যন্ত ধৃত ১২২ জন সুদখোর গ্রেফতার হয়েছেন, জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা।

নিজের অফিশিয়াল সামাজিক মাধ্যম এক্স হ্যান্ডলে মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা এ খবর জানিয়ে লিখেছেন, ‘গোটা রাজ্যে অবৈধ সুদখোরদের বিরুদ্ধে অভিযান চালিয়ে আমরা ১২২ জনকে গ্রেফতার করেছি। পুলিশ নগদ টাকা, ঋণ-চুক্তি, সোনার গয়না, জমি বন্ধকের নথি এবং ব্যাংকের বহু রেকর্ড বাজেয়াপ্ত করেছে৷ আমরা আমাদের দরিদ্র ও মধ্যবিত্ত নাগরিকদের অসাধু এই সব ঋণদাতাদের কবল থেকে রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ।’

এখানে উল্লেখ করা যেতে পারে, গত কয়েকদিন ধরে রাজ্যজুড়ে পুলিশ বেআইনি সুদখোরের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *