আগরতলা, ২০ ফেব্রুয়ারি: কেন্দ্রে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর দেশে দিন দিন নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর মূল্যবৃদ্ধির বেড়েই চলেছে। আজ প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন কেন্দ্র সরকারের বিরুদ্ধে সুর চড়ালেন ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী সর্বাণী ঘোষ চক্রবর্তী।
এদিন তিনি বলেন, বিজেপি সরকার ক্ষমতায় আসার জন্য অনেক মিথ্যে আশ্বাস দিয়েছিল। বিগত দিনে ক্ষমতায় অধিষ্ঠ হওয়ার জন্য গ্যাসের মূল্য বৃদ্ধি নিয়ে সরব হয়েছিল। কিন্তু এখন দেখা গেছে গ্যাসের দাম অনেক বৃদ্ধি পেয়েছে।
এদিন তিনি আরো বলেন, সাধারণ মানুষের আয় দিন দিন কমে যাচ্ছে কিন্তু নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর মূল্যবৃদ্ধির বেড়েই চলেছে।

