আগরতলা, ২০ ফেব্রুয়ারি: সরকারি কাজ করবে দুর্বলতা স্বচক্ষে প্রত্যক্ষ করলেন রাজ্যপাল। তাতে তিনি রীতিমতো বিরক্তি বোধ করেন। খোয়াই জেলা সফরের দ্বিতীয় দিন সীমান্তবর্তী এলাকা প্রত্যন্ত এলাকায় গিয়ে সরকারি কাজের অনিয়ম প্রত্যক্ষ করলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু।
সরকারি নথিপত্রের সাথে বাস্তবের ব্যাপক অমিল দেখতে পেয়ে আধিকারিকদের তলব করেন তিনি। মঙ্গলবার সফরের দ্বিতীয় দিন প্রথমে তুলাশিখর ব্লকের বনবাজার এ ডি সি ভিলেজে যান। রাজ্যপাল বন বাজার লেইলের পাড় গ্রাম পঞ্চায়েত লোকজনদের নিয়ে মত বিনিময় সভায় মিলিত হয়।
এলাকায় পানীয় জল, জল সেচ, বিদ্যুৎ পরিষেবা ইত্যাদির খোঁজখবর নেন রাজ্যপাল। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প গুলি প্রত্যন্ত এলাকায় কতটুকু রূপান্তরিত হয়েছে, সে বিষয়েও প্রশাসনিক আধিকারিকদের সামনে এলাকাবাসীর সাথে কথা বলেন। তবে স্থানীয়দের কাছ থেকে কিছু সমস্যার কথা জানতে পেরে সরকারি নথিপত্র ঘেঁটে দেখেন। এবং সরকারি নথিপত্রের সাথে বাস্তবের ফারাক ও আধিকারিকদের কথার অমিল পেয়ে একপ্রকার আধিকারিকদের সাথে ক্ষোভ দেখান রাজ্যপাল।
গ্রামবাসীর কাছে জানতে চান সঠিকভাবে জল পায় কিনা।কিন্তু এক্ষেত্র গ্রামবাসী জানায়, পাইপ ফাটার কারণে তারা জল সঠিকভাবে পায় না। পাশাপাশি এলাকার জমিগুলি পরিদর্শন করেন রাজ্যপাল। কথা বলেন কৃষকদের সাথে। কোন ধরনের সমস্যা রয়েছে কিনা সে বিষয়ে অবগত হয়েছেন রাজ্যপাল।
পরে রাজ্যপাল বলেন, দুদিনের সফরে এসে আজকে তিনি সীমান্তবর্তী এলাকা এবং এডিসি অন্তর্ভুক্ত এলাকাগুলোতে কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলি কতটা বাস্তবায়ন হয়েছে সেটা খতিয়ে দেখছেন। প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে ঘর এবং পানীয় জল সরবরাহ সহ বিদ্যুতের সঠিক ব্যবস্থাপনা রয়েছে কিনা সে বিষয়ে অবগত হয়েছেন বলে জানান। এদিন রাজ্যপালের সাথে ছিলেন জেলা শাসক সহ বিভিন্ন দপ্তরের আধিকারিক।