আগরতলা, ১৯ ফেব্রুয়ারি: স্বর্ণ পাচার চক্রের সাথে জড়িত এক যুবককে গতকাল রাতে গ্রেফতার করে পুলিশ।
জানা গিয়েছে, শনিবার আগরতলা রেল স্টেশনে জিআরপি’র হাতে ৯ লাখ টাকা সহ মহারাষ্ট্রের ৩ নাগরিক( ২ জন মহিলা ও ১ জন পুরুষ) গ্রেফতার করা হয়েছিল। তাদের রাখা হয়েছে পশ্চিম আগরতলা এবং পশ্চিম আগরতলা মহিলা থানায়। পুলিশ তাদের জেরা করে জানতে পারে বহিঃরাজ্য থেকে স্বর্ণ এনে তাঁরা আগরতলায় বিক্রি করে। স্বর্ণ পাচার চক্রের সাথে জড়িত তাঁরা। তাদেট জেরা করে সন্তোষ সীতারাম সিন্ধের নাম বেরিয়ে আসে। গতকাল রাতে পশ্চিম আগরতলা থানার পুলিশ তাকেও গ্রেফতার করেছে।

