চেন্নাই, ১৯ ফেব্রুয়ারি (হি.স.): আগামী দু’দিনের মধ্যে সুখবর দেবেন বলে জানালেন প্রবীণ অভিনেতা তথা মাক্কাল নিধি মাইয়াম দলের সভাপতি কমল হাসান। একইসঙ্গে তিনি জানিয়েছেন, সংসদীয় নির্বাচন নিয়ে কাজ ভালোই চলছে, ভালো সুযোগের আশায় আছি। সোমবার সকালে চেন্নাইয়ে সাংবাদিকদের মুখোমুখি হন কমল হাসান। তাঁকে আসন্ন লোকসভা নির্বাচনের আগে জোটের বিষয়ে প্রশ্ন করা হয়।
সাংবাদিকদের সেই প্রশ্নের উত্তরে মাক্কাল নিধি মাইয়াম দলের সভাপতি কমল হাসান বলেছেন, “দুই দিনের মধ্যে আমি আপনার সঙ্গে দেখা করব এবং আপনাদের কিছু ভাল খবর দেব। সংসদীয় নির্বাচনের জন্য কাজ ভালোই চলছে এবং একটি ভালো সুযোগের আশা করছি। আমরা সিদ্ধান্ত ঘোষণা করব, দুই দিনের মধ্যে।”