দিল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে, আগুনের লেলিহান শিখায় পুড়ল শতাধিক ঝুপড়ি

নয়াদিল্লি, ১৯ ফেব্রুয়ারি (হি.স.): রাজধানী দিল্লিতে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড! এবার এবার আগুন লাগল দিল্লির শাহবাদ ডেয়ারি এলাকায় অবস্থিত বস্তিতে। আগুনের লেলিহান শিখায় পুড়ে গিয়েছে শতাধিক ঝুপড়ি। অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে পৌঁছয় দমকলের ১৫টি ইঞ্জিন। দমকল কর্মীদের দীর্ঘ সময়ের প্রচেষ্টার পর সোমবার ভোররাতে আগুন নিয়ন্ত্রণে এসেছে। এই অগ্নিকাণ্ডে হতাহতের কোনও ঘটনা ঘটেনি।

দিল্লি দমকলের পক্ষ থেকে জানানো হয়েছে, রবিবার রাত ১০টা নাগাদ দিল্লির শাহবাদ ডেয়ারি এলাকায় অবস্থিত বস্তিতে আগুন লাগে। রাত ১০.১৭ মিনিট নাগাদ আগুন লাগার খবর পায় দমকল। অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে পৌঁছয় দমকলের ১৫টি ইঞ্জিন, দমকল কর্মীদের চেষ্টায় আগুন আয়ত্তে এলেও শতাধিক ঝুপড়ি পুড়ে গিয়েছে। দমকল জানিয়েছে, প্রায় ১৩০টি ঝুপড়ি আগুনে পুড়ে গিয়েছে।