দেহরাদূন, ১৯ ফেব্রুয়ারি (হি.স.): কিছুদিন আগেই আংশিকভাবে শিথিল করা হয়েছিল কারফিউ, পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতেই এবার উত্তরাখণ্ডের হল্দওয়ানির বনভুলপুরায় ১৭ ঘণ্টার জন্য কারফিউ শিথিল করা হয়েছে। তবে, রাতে এখনও থাকছে কড়াকড়ি। নৈনিতাল জেলা পুলিশ হল্দওয়ানির বনভুলপুরায় ১৭ ঘন্টার জন্য কারফিউতে শিথিলতা এনেছে। এখন রাত ১০টা থেকে সকাল ৫টা পর্যন্ত কারফিউ জারি থাকবে।
উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি অবৈধ উচ্ছেদ অভিযানকে ঘিরে অশান্ত হয়ে উঠেছিল হল্দওয়ানির বনভুলপুরা থানা এলাকা। একটি মাদ্রাসা ভেঙে ফেলাকে ঘিরে অশান্তির সূত্রপাত হয়। হিংসায় ৬ জনের মৃত্যু হয় এবং আহতের সংখ্যা ছিল শতাধিক। আহতদের মধ্যে ছিলেন অনেকজন পুলিশ কর্মী।

