আগরতলা, ১৮ ফেব্রুয়ারি: ইন্দো-বাংলা আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া সাব্রুম দৌলবাড়ী অঞ্চলে পাওয়া গেল ষোলটি পাওয়ার টিলার মেশিন।নাগাসি টিলার এক বাড়ি থেকে উদ্ধার এই মেশিন। ওই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
জানা গিয়েছে, সাব্রুম মহকুমা, সাব্রুম থানার অন্তর্গত সাতচাঁদ আর.ডি.ব্লকের অধীনে থাইবুং গ্রাম পঞ্চায়েত এলাকার নাগাশিটিলার রতন ধরের বাড়ীতে কৃষকদের বরাদ্দের সরকারী ১৫-টি পাওয়ার টিলারেট দেখা মিলেছে।
এবিষয়ে সাতচাঁদ এগ্রি সাব-ডিভিশনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক এস.এ. জিতেন ত্রিপুরা এবং স্হায়ী কমিটির চেয়ারম্যান জবা দেব জানিয়েছেন, এই গুলি তাঁদের নয়।
সাব্রুম মহকুমারের কৃষকদের প্রশ্ন সুবিধাভোগীদের সরকারি জিনিস কি করে অন্ধকারে বিক্রি করছেন। তাই নয়, প্রায় সময় এই রকম পাওয়ার টেলার বিক্রি করা হয়।