আগরতলা, ১৮ ফেব্রুয়ারি: রবিবার সেন্ট্রাল রোড স্থিত শ্রী শ্রী শিব মন্দিরে রবিবার নবগ্রহ যজ্ঞ অনুষ্ঠিত হয়। সনাতন জ্যোতিষ কলেজ ও কাজল অ্যাস্ট্রোলজিক্যাল রিসার্চ সোসাইটির যৌথ উদ্যোগে এইদিন সকাল ৮ টায় মঙ্গলঘট প্রতিষ্ঠার মধ্যদিয়ে নব গ্রহ যজ্ঞ শুরু হয়।
এই নবগ্রহ যজ্ঞানুষ্ঠান পরিচালন করেন বিশিষ্ট পুরোহিত মানিক ঠাকুরতা।কাজল অ্যাস্ট্রোলজিক্যাল রিসার্চ সোসাইটির সভাপতি প্রনব শেখর চৌধুরী জানান ভারতবর্ষের অন্যান্য জায়গার ন্যায় সেন্ট্রাল রোডস্থিত শিব বাড়িও পূর্ণ ভূমি। তাই সেখানে এই নবগ্রহ যজ্ঞের আয়োজন করা হয়েছে।
নবগ্রহ যজ্ঞ করলে মানব দেহের সকল অশুভ প্রক্রিয়ার বিনাস ঘটে। বিগত দিনে এই নবগ্রহ যজ্ঞ করে বহু মানুষ উপকৃত হয়েছে। দেশের বিভিন্ন রাজ্য থেক মানুষ এই নবগ্রহ যজ্ঞে সামিল হয়। মানুষের জীবনে পূর্ণতা লাভ করার জন্য এই নবগ্রহ যজ্ঞের বিশেষ প্রয়োজন।