মেদিনীপুর, ১৮ ফেব্রুয়ারি (হি. স.) : মেদিনীপুর শহরের মীরবাজার এলাকায় মেস থেকে কলেজ ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। এই এলাকাতেই একটি মেসে ভাড়া থাকতেন ওই ছাত্রী। মৃতার নাম অন্বেষা ভূঁইয়া। তাঁর বাড়ি সবং থানার বাসুলিয়ায়।
সূত্রের খবর, ২০২২ সালের নভেম্বর মাস থেকে এখানেই ভাড়া থাকতেন অন্বেষা। মেদিনীপুর ডে কলেজের তৃতীয় বর্ষের পড়ছিলেন। কিন্তু, আচমকা কী করে এ ঘটনা ঘটল তা বুঝতে পারছেন না কেউই। সূত্রের খবর, যে ঘরে তিনি ভাড়া থাকতেন সেখানে তাঁর দু’জন রুমমেটও ছিলেন। যদিও একদিন আগে তাঁরা বাড়ি চলে গিয়েছিলেন। তারপর থেকে ওই ঘরে একাই থাকছিলেন অন্বেষা। সূত্রের খবর, শনিবার রাতে অন্যরুমে থাকা মেয়েরা খাওয়ার জন্য ডাকাডাকি করলেও কোনও সাড়া পাওয়া যায়নি অন্বেষার। দারজায় ধাক্কা দিয়ে দেখা যায় তা ভিতর থেকে বন্ধ বন্ধ। তাঁদের চিৎকার শুনেই ছুটে আসেন আশপাশের লোকজন। তাঁরা দরজা ভাঙতেই দেখা যায় সিলিং থেকে গলায় ওড়নার ফাঁসে ঝুলছে ওই ছাত্রীর দেহ। খবর পাওয়া মাত্রই ছুটে আসে কোতোয়ালি থানার পুলিশ। তাঁরাই উদ্ধার করে নিয়ে যায় ছাত্রীর দেহ। ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে। খবর পাঠানো হয়েছে ছাত্রীর সবংয়ের বাড়িতেও। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, আত্মঘাতী হয়েছেন ওই ছাত্রী।জিজ্ঞাসাবাদ করা হচ্ছে মেসের অন্যান্য আবাসিকদেরও।