সিউড়ি, ১৮ ফেব্রুয়ারি (হি.স.) : স্বপ্নের প্রকল্প’ বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। রবিবার বিশ্ববিদ্যালয়ের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।বিশ্ব বিদ্যালয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও। বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়কে নিজের ‘স্বপ্নের প্রকল্প’ বলে উল্লেখ করেন মমতা। সেখানে আশেপাশে জেলা থেকেও ছেলেমেয়েরা এসে ভর্তি হতে পারবেন বলে জানান।
নব নির্মিত বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়টির নির্মাণ হয়েছে বোলপুরে। এদিন তার উদ্বোধন করেন মমতা। সিউড়ির সভা থেকে মমতা বলেন, “বোলপুরে আমার স্বপ্নের প্রকল্প বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টি ৩১ একর জায়গা জুড়ে অবস্থিত। নির্মাণে খরচ হয়েছে ৩৬৭ কোটি টাকা। বিশ্ববিদ্যালয়ে মেয়েদের জন্য দু’টি হস্টেলও রয়েছে।” লালমাটির বোলপুরকে বাংলার সংস্কৃতির জন্মস্থান বলেও এদিন উল্লেখ করেন মমতা।
রবীন্দ্রনাথের হাতে প্রতিষ্ঠিত বিশ্বভারতীয় বিশ্ববিদ্যালয়ের ধাঁচে নয়া বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে আগ্রহ প্রকাশ করেন মমতা। সেই মতো পাঁচ বছর আগে বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয় নির্মাণের কাজ শুরু হয়। এদিন তার শুভ উদ্বোধন করলেন মমতা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রাত্যও।
বোলপুরের শিবপুর মৌজায় শিল্প গড়তে প্রায় ৩০০ একর কৃষিজমি অধিগ্রহণ করেছিল বাম সরকার। কিন্তু, ওই জমিতে শিল্প হয়নি। ২০১৭ সালে মুখ্যমন্ত্রী মমতা ঘোষণা করেন শিবপুরে গীতবিতান আবাসন, বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়, ক্ষুদ্র বাজার ও আইটি হাব করবে সরকার। ২০২০ সালের ডিসেম্বর থেকে পথ চলা শুরু করে এই বিশ্ববিদ্যালয়। ওই সময় অল্প কয়েক জন শিক্ষক ও শ’খানেক পড়ুয়া নিয়ে শুরু হয় স্নাতকোত্তরের
পঠন পাঠন। এত দিন নিজস্ব ভবন না-থাকায় আইটি হাবের ভাড়া ঘরেই ক্লাস চালিয়ে যেতে হয়েছে বিশ্ববিদ্যালয়কে। বর্তমানে পড়ুয়া সংখ্যা প্রায় ৫০০।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, নির্মাণ সংস্থা হিডকো সম্প্রতি ক্যাম্পাস গড়ে তোলার কাজ শেষ করেছে। নবনির্মিত শীতাতপ নিয়ন্ত্রিত ভবনগুলি শীঘ্রই বিশ্ববিদ্যালয়ের হাতে তুলে দেওয়া হবে বলে জানা গিয়েছে। আনুমানিক ৬০০ কোটি টাকার এই প্রকল্পই রবিবার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।