আগরতলা, ১৮ ফেব্রুয়ারি: আগামী ২৬, ২৭ এবং ২৮ ফেব্রুয়ারি রবীন্দ্র শতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত হবে পুতুল নাট্য উৎসব।
ত্রিপুরা পাপেট থিয়েটারের ৫০ বছর পূর্তি উপলক্ষে ত্রিপুরা আন্তর্জাতিক পুতুল নাট্য উৎসব ২০২৪ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রবিবার আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানান ত্রিপুরা পাপেট থিয়েটারের সম্পাদক প্রদীপ দাস। পুতুল নাট্য উৎসবের দিনগুলিতে প্রতিদিন দুটি করে টিম অংশগ্রহণ করবে।
তিনি আরো জানান ২৮ ফেব্রুয়ারি ত্রিপুরা পাপেট থিয়েটারের এক সেমিনারের আয়োজন করা হয়েছে রবীন্দ্রভবনে। সকলকে এই পুতুল নাট্য উৎসবে উপস্থিত থাকার জন্য আহ্বান জানান উদ্যোক্তারা।