অমরাবতী, ১৮ ফেব্রুয়ারি (হি.স.) : মহারাষ্ট্রের অমরাবতীতে একটি ট্রাক ও টেম্পোর মধ্যে সংঘর্ষে ৪ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন ১০ জন ব্যক্তি। পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, রবিবার সকালে মহারাষ্ট্রের অমরাবতীতে একটি ক্রিকেট ম্যাচে যাওয়ার পথে ৪ জন ব্যক্তির মৃত্যু হয়েছে এবং ১০ জন আহত হয়েছেন।
পুলিশ সুপার বিশাল আনন্দ জানিয়েছেন, একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে টেম্পোকে ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে। রবিবার সকালে টেম্পোটি অমরাবতী শহর থেকে একটি ক্রিকেট দলের ২১ জন সদস্যকে নিয়ে রওনা দিয়েছিল। রাস্তায় একটি ট্রাক ধাক্কা দিলে নন্দগাঁও খন্ডেশ্বর তালুকের শিংনাপুর ফাটায় দুর্ঘটনাটি ঘটেছে। এসপি আরও জানিয়েছেন যে ঘটনাস্থলেই ৪ জনের মৃত্যু হয়। গুরুতর আহত হন ১০জন খেলোয়াড়। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ট্রাক চালককে গ্রেফতার করা হয়েছে।