পশ্চিম বর্ধমান, ১৮ ফেব্রুয়ারি (হি.স.): বাংলা ঝাড়খণ্ড সীমান্তের ডুবুরডিহি চেকপোষ্ট সংলগ্ন ডুবুর্ডি ব্রিজের নিচের থেকে এক অজ্ঞাত পরিচয় বৃদ্ধের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে ঝাড়খণ্ডের মাইথন ওপি পুলিশ পৌচ্ছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা গিয়েছে রবিবার সকালে ডুবুরডিহি চেকপোষ্ট সংলগ্ন সেতুর নীচে এক বৃদ্ধের মৃতদেহ পড়েছিল। খবর পেয়ে প্রথমে কুলটি থানার চৌরঙ্গী ফাঁড়ির পুলিশ পোচ্ছায়।পরে ঝাড়খণ্ড থেকে মাইথন ওপির পুলিশ পৌচ্ছায়। তবে যেহেতু ওই এলাকাটি ঝাড়খণ্ড অন্তর্ভুক্ত হওয়ায় মাইথন ওপি পুলিশ মৃতদেহটি উদ্ধার করে। তবে এখন পর্যন্ত ওই বৃদ্ধের কোনো পরিচয় পাওয়া যায়নি।মৃতের পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।