প্রধানমন্ত্রী মোদী ভারতীয় রাজনীতির সংস্কৃতিকে চ্যালেঞ্জ ও পরিবর্তন করেছেন : জে পি নাড্ডা

নয়াদিল্লি, ১৭ ফেব্রুয়ারি (হি.স.) : প্রধানমন্ত্রী মোদী ভারতীয় রাজনীতির সংস্কৃতিকে চ্যালেঞ্জ ও পরিবর্তন করেছেন। জোর দিয়ে বললেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। তিনি বলেছেন, “এখন মোদীজির দুর্দান্ত নেতৃত্ব গরীব, যুবসমাজ, অন্নদাতা, নারী শক্তিকে নিজস্ব দৃষ্টিভঙ্গির অগ্রভাগে রাখার মাধ্যমে দেশে সমৃদ্ধি নিশ্চিত করছে।” নাড্ডা শনিবার বিজেপির জাতীয় কনভেনশন ২০২৪-এ বক্তব্য রাখেন।

এই সম্মেলনে তিনি বলেছেন, “এটা আমাদের সকলের জন্য অত্যন্ত সৌভাগ্যের বিষয় যে, আমরা বিজেপির জাতীয় সম্মেলন ২০২৪-এর প্রত্যক্ষদর্শী হচ্ছি। আমরা অতীতেও বিজয় দেখেছি, ভবিষ্যতেও বিজয় দেখব। আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত ও অভিনন্দন জানাতে চাই, যার দূরদর্শী নেতৃত্ব রাজনীতিতে, দলে এবং দেশের সমাজে একটি নতুন মাত্রা প্রতিষ্ঠা করেছে।”

নাড্ডা আরও বলেছেন, “আমরা ভারতীয় জনসংঘ এবং ভারতীয় জনতা পার্টির ৭ দশকের ইতিহাসে প্রতিটি সময় দেখেছি। আমরা সংগ্রামের সময় দেখেছি, আমরা অবহেলার সময় দেখেছি, আমরা জরুরি অবস্থা দেখেছি, নির্বাচনে জয়-পরাজয়ের সময়ও আমরা দেখেছি। তবে আমরা খুশি যে প্রধানমন্ত্রী মোদীজির নেতৃত্বে গত এক দশক সাফল্যে ভরপুর।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *