আগরতলা, ১৭ ফেব্রুয়ারীঃ মুখ্যমন্ত্রী জনআরোগ্য যোজনার আওতায় টাকা আদায়ের অভিযোগ উঠেছে খোদ রাজধানী এলাকা থেকে। শনিবার সকালে এই ঘটনা লক্ষ্য করা গেছে রামনগর নিবেদিতা ক্লাব সংলগ্ন এলাকায়।
ঘটনার বিবরণে জানা যায়, ওই এলাকার বিভিন্ন ওয়ার্ডের জনগণের মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনার মাধ্যমে কার্ড করার কথা বলে স্থানীয়দের কাছ থেকে ২৫০ টাকা করে নেওয়া হচ্ছিল এদিন। এই খবর ছড়িয়ে পরতেই একটা সময় বন্ধ করে দেওয়া হয় এই কাজ। ঘটনার খবর পেয়ে ছুটে আসেন প্রশাসনিক আধিকারিকরা।
প্রশাসনের আধিকারিকরা জানিয়েছেন এধরনের কোনো কাজের কথা এখনো সরকারের তরফ থেকে শুরু হয়নি। আর হলেও এই কাজ ওয়ার্ড ওয়ার্ডে বিনা পয়সায় করার লক্ষ্যমাত্রা নিয়েছে সরকার। সাধারণ মানুষকে এভাবে ঠকানো হচ্ছে বলে জানিয়েছেন প্রশাসনিক আধিকারিকরা। যারা এই কাজ করছিলেন তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।