রাজকোট, ১৭ ফেব্রুয়ারি (হি.স.): মা অসুস্থ, সেই কারণে চেন্নাই ফিরে গেছেন রবিচন্দ্রন অশ্বিন। সুতরাং রাজকোট টেস্টে আর খেলতে দেখা যাবে না তাঁকে। অশ্বিনের জায়গায় দেবদত্ত পাড়িক্কলকে দেখা গেল শনিবার ফিল্ডিং করতে।
সুতরাং অশ্বিন ফিরে যাওয়ায় টেস্টের বাকি কটা দিন ১০ জনে খেলতে হবে ভারতকে। আইসিসি-র নিয়ম অনুযায়ী প্রথম একাদশে থাকা কোনও ক্রিকেটার কনকাশন ছাড়া অন্য কোনও কারণে খেলতে না পারলে ফিল্ডিং করার সময় এক জনকে পাওয়া গেলেও বোলিং বা ব্যাটিং করতে পারবেন না তিনি। আজ যেমন পাড়িক্কল ফিল্ডিং করছেন। তিনি টেস্ট ম্যাচের বাকি কটা দিন ফিল্ডিং করবেন।কিন্তু তিনি বোলিং বা ব্যাটিং করতে পারবেন না।

