আগরতলা, ১৭ ফেব্রুয়ারিঃ রাতের আঁধারে নিরাপদ নয় শহর আগরতলা। পিস্তল নিয়ে ঘুরে বেড়ায় দুষ্কৃতীকারীরা। এমনই অভিযোগ উঠেছে। এক যুবককে পিস্তল দেখিয়ে ধ্বনি দিতে বলেছে ৪ জন দুষ্কৃতী। এমনই অভিযোগ এক যুবকের। নিজ সামাজিক মাধ্যমে ভিডিও পোস্ট করে এই ঘটনায় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবী করেছে ওই যুবক।
সামাজিক মাধ্যমে ওই যুবক এক ভিডিওতে জানায় যে, তিনি সোনামুড়ার বাসিন্দা। বাবাকে নিয়ে এখন ক্যান্সার হাসপাতালে আছেন। শনিবার ভোররাতে তিনি পায়ে হেঁটে ক্যান্সার হাসপাতাল থেকে জিবি হাসপাতালের দিকে যাচ্ছিলেন। তখনই গাড়ি নিয়ে চার যুবক এসে তাকে ঘিরে ধরে। ওই চার যুবকের মধ্যে একজন সোনামুড়ার এক নেতার ভাইপোর বন্ধু পরিচয় দেয় নিজেকে। তারা চারজন মিলে ওই যুবককে “জয় শ্রীরাম” ধ্বনি দিতে বলেন। কিন্তু তিনি ধ্বনি না দেওয়ায় তখন সোনামুড়ার এক নেতার সঙ্গেও তার কথা বলায় বলে সামাজিক মাধ্যমে জানিয়েছে ওই যুবক। তখন ফোনের অপাশ থেকে তাকে সেখান থেকে চলে যেতেও বলা হয়।
এদিকে ওই চার দুষ্কৃতী তাকে ধবনি দেওয়ার জন্য শারীরিকভাবেও আঘাত করেছে বলে অভিযোগ করেছে আক্রান্ত যুবক। আক্রান্ত যুবক সামাজিক মাধ্যমে এক ভিডিও পোস্ট করে এই ঘটনায় রাজ্যের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবী করেছে।