BRAKING NEWS

বাল্যবিবাহ রোধ সহ নারীদের অধিকার সুরক্ষার আহবানে কুমারঘাটে এক আলোচনা চক্র অনুষ্ঠিত

কুমারঘাট, ১৭ ফেব্রুয়ারি: বাল্যবিবাহ রোধ সহ নারীদের অধিকার সুরক্ষার আহবানে কুমারঘাটে এক আলোচনা চক্র অনুষ্ঠিত হয়েছে। আলোচনা চক্রকে কেন্দ্র করে ব্যাপক উপস্থিতি পরিলক্ষিত হয়েছে এদিন। এলাকার জনগণকে সচেতন করা এবং আইনি বিষয়ে পরামর্শ দেওয়াই ছিল এই আলোচনা চক্রের অন্যতম উদ্দেশ্য।

বেটি বাঁচাও বেটি পড়াও সেই স্লোগানকে বাস্তবে রূপ দেওয়ার লক্ষ্যে দেশজুড়ে চলছে প্রতিরোধ। বাল্যবিবাহ রোধ করতে দেশজুড়ে চলছে নানান কর্মশালা। এই আইন অমান্যকারীদের টেনে তোলা কাঠগড়ায়। ত্রিপুরা রাজ্যের জেলার জেলায় নানান সেমিনার অনুষ্ঠিত হচ্ছে। শিশু সুরক্ষা বিভাগ এবং সমাজ শিক্ষা জেলা পরিদর্শকের যৌথ উদ্যোগে কুমারঘাটে অনুষ্ঠিত হয়েছে এক দিবসীয় আলোচনা সভা।

হিন্দু মুসলিম বৌদ্ধ-খ্রিষ্টান সকল স্তরের নারী পুরুষদের নিয়ে এই সভার আয়োজন করা হয় এদিন, বিভিন্ন দপ্তরের কর্মীদেরও আমন্ত্রিত ছিলেন। প্রদীপ প্রজ্জলনের মধ্য দিয়ে সভার শুভ সূচনা করেছেন উপস্থিত বিশিষ্ট অতিথিরা। সবাই আলোচনা রাখতে গিয়ে অতিথিরা বলেন সরকারের পাশে থেকে সকল স্তরের মানুষের সহযোগিতার মাধ্যমেই বাল্যবিবাহ রোধ করা সম্ভব।

এই সভায় বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সি ডব্লিউ সি চেয়ারম্যান রেবা দাস, শিশু সুরক্ষা বিভাগের ডিসিপিও বিদ্যাসাগর দেববর্মা, দপ্তরের আইসি জয়দীপ দত্ত, এনআইসি অভিজিৎ রায়, এলপি ও সাগর দ্বীপ মালাকার সহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *