চন্ডিগড়, ১৬ ফেব্রুয়ারি (হি.স.): হরিয়ানা পুলিশ সীমান্তে ড্রোণ ওড়ানোর ব্যাপারে আপত্তি প্রদর্শন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের। কেন্দ্রীয় সরকার এবং কৃষক সংগঠনগুলির মধ্যে বৃহস্পতিবার রাতে একটি বৈঠক সম্পন্ন হয়। এই বৈঠকেই ড্রোন সংক্রান্ত একথা বলেন ভগবন্ত মান।
শুক্রবার ভোররাত ২টো পর্যন্ত কেন্দ্রীয় সরকার এবং কৃষক সংগঠনগুলির মধ্যে একটি বৈঠক সম্পন্ন হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন মুন্ডা, নিত্যানন্দ রাই, পীযূষ গোয়েল এবং পঞ্জাবের মুখ্যমন্ত্রী বন্ত মান সহ অনেকে। সকলের উপস্থিতিতেই মান এই বিষয়টি তুলে ধরেন। মান শুক্রবার সকালে একটি সাংবাদিক বৈঠকে সাংবাদিকদের বলেন, আন্দোলনকারী কৃষকদের ওপর হামলার জন্য ড্রোন ব্যবহার করা উচিত নয়। মান আরও জানান যে ডিসি পাতিয়ালা এবং ডিসি আম্বালার কাছেও এই বিষয়টি জানানো হয়েছে। পঞ্জাবের তিনটি জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হয়েছে। এতে শিক্ষার্থীদের পড়ালেখায় গুরুতর প্রভাব পড়ছে।
মুখ্যমন্ত্রী বলেন যে পঞ্জাবকে ভারত থেকে আলাদা করতে হরিয়ানার সঙ্গে রাজ্যের সীমান্তে কাঁটাতার লাগানো সমর্থনযোগ্য নয়। কৃষক সংগঠনগুলো শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করছে কারফিউ জারি করার কোনও দরকার নেই বলেও এদিন সাংবাদিকদের মান বলেন। তিনি বলেন যে কৃষকদের ন্যায্য দাবির সমাধান করতে হবে। রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করার গুজব বা হুমকিতে এএপি ভীত নয় বলেও তিনি এদিন জানান।

