শিলিগুড়ি, ১৬ ফেব্রুয়ারি (হি. স.) : শিলিগুড়িতে বৃহস্পতিবার রাতে বিপুল পরিমাণ নিষিদ্ধ কাফ সিরাপ ও ট্যাবলেট সহ দুই ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। এসওজি ও ভক্তিনগর থানা যৌথ উদ্যোগে এই অভিযান চালায়। ধৃত দুই ব্যক্তির নাম সন্তোষ মাহাতো ও রনি ঘোষ।
পুলিশ সূত্রে খবর, স্কুটারে করে তারা ওই কাফ সিরাপ ও ট্যাবলেট নিয়ে যাচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে সেখানে আগে থেকেই উপস্থিত ছিল এসওজি ও ভক্তিনগর থানার সাদা পোশাকের পুলিশ। এরপর ওই স্কুটার আটকে দুজনকে জিজ্ঞাসাবাদ করতেই সিডেটিভ ড্রাগ উদ্ধার হয়। ধৃতদের কাছ থেকে ৬৭৬০টি ট্যাবলেট ও ৬৫ বোতল কাফ সিরাপ বাজেয়াপ্ত করা হয়েছে।

