আগরতলা, ১৬ ফেব্রুয়ারি: ২০১৪ সাল থেকে বেকারদের দেওয়া একটিও প্রতিশ্রুতি পালন করেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্রে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর বেকার সমস্যা বৃদ্ধি পাচ্ছে। আজ সাংবাদিক সম্মেলনে কেন্দ্র সরকারের বিরুদ্ধে সুর চড়ালেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী।
এদিন তিনি বলেন, নরেন্দ্র মোদী বলেছিল কেন্দ্রে বিজেপি সরকার আসলে বছরে দুই কোটি বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। কিন্তু ১০ বছর অতিক্রম হলেও প্রতিশ্রুতি পালন করেন নি। এদিকে রাজ্যে বেকার সমস্যা দিন দিন বাড়ছে।
এদিন তিনি আরও বলেন, সরকারি বিভিন্ন অফিসে শূন্যপদ থাকা স্বর্তেও বেকার সমস্যা দূর করছে না।

