ভারত বিদ্বেষের নয়, আমাদের দেশ প্রেম ও ভ্রাতৃত্বের : রাহুল গান্ধী

মোহানিয়া, ১৬ ফেব্রুয়ারি (হি.স.): বিজেপি তথা কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। শুক্রবার বিহারের মোহানিয়ায় এক জনসভায় বক্তব্য রাখার সময় রাহুল গান্ধী বলেছেন, “বিজেপির লোকজন যে ঘৃণা ছড়াচ্ছে, তার বিরুদ্ধে আমরা একসঙ্গে লড়ব এবং জয়ী হব। এটা বিদ্বেষের দেশ নয়। এই দেশ প্রেম ও ভ্রাতৃত্বের। আপনাদের রক্তে, আপনাদের ডিএনএ-তে বিদ্বেষ নেই।”

রাহুল গান্ধী বলেছেন, দেশে বিদ্বেষের পরিবেশ তৈরি হওয়ার পেছনের কারণ কী? আমরা কৃষক, শ্রমিক, শিশু ও যুবকদের জিজ্ঞাসা করেছি। তারা সবাই বলেছেন, এর কারণ হচ্ছে ভয়। এই ভয়ের কারণ অন্যায়…প্রতিদিন এই দেশের প্রতিটি কোণায় অবিচার হচ্ছে। আর্থিক অনাচার, সামাজিক অবিচার, কৃষকদের প্রতি অবিচার, যুবকদের প্রতি অবিচার, মহিলাদের প্রতি অবিচার…এখন আরও একটি বিষয় বেরিয়ে এসেছে – যদি একজন সেনা জওয়ান প্রাণ হারায় তবে তাকে ”শহীদ” মর্যাদা দেওয়া হবে। কিন্তু যদি একজন অগ্নিবীর প্রাণ হারায়, তাকে ভারতের সেনাবাহিনী ও সরকার ”শহীদ” মর্যাদা দেবে না। তারা শহীদদের দুটি শ্রেণী তৈরি করেছে।

একইসঙ্গে রাহুল গান্ধী বলেছেন, তারা (কেন্দ্র) ভারতের প্রতিরক্ষা বাজেটে জওয়ানদের প্রশিক্ষণ ও নিরাপত্তার জন্য ব্যবহার করতে চায় না…আপনাদের সেনাবাহিনীতে বা রেলওয়েতে বা কোনো পাবলিক সেক্টর ইউনিটে নিয়োগ করা হবে না। কেন? সরকার চায় আপনারা চুক্তিভিত্তিক শ্রমিক হন। তারা ”অগ্নিবীর” নাম দিয়েছে, সে একজন চুক্তিভিত্তিক শ্রমিক। এটাই সত্য। তারা তাকে বরখাস্ত করতে পারে, যখন খুশি তাকে বের করে দিতে পারে, তাকে জিজ্ঞাসা না করে, পেনশন বা কোনও সাহায্য ছাড়াই।