ইমফল, ১৬ ফেব্রুয়ারি (হি.স.) : বিভিন্ন সংগঠনের ‘চাঁদাবাজি’র জুলুমে পেরে না ওঠায় মণিপুরে আজ শুক্রবার থেকে রবিবার পর্যন্ত তিনদিনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে সব পেট্রোল পাম্প।
গতকাল বৃহস্পতিবার রাজ্যের পেট্রোল পাম্প প্রতিনিধিরা হোটেল নিৰ্মলায় এক জরুরি বৈঠকে বসে এই সিদ্ধান্ত নিয়েছিলেন। আহূত এর পরও যদি চাদার জুলুম না কমে, তা-হলে এই বন্ধ আরও দীর্ঘায়িত হবে বলে পেট্রোল পাম্প প্রতিনিধিরা ঘোষণা করেছেন।