রাজকোট, ১৬ ফেব্রুয়ারি (হি.স.) : ৫০০ উইকেট নিয়ে কুম্বলের তালিকায় নাম লেখালেন অশ্বিন। দ্বিতীয় ভারতীয় হিসেবে এই নজির গড়লেন তিনি। শুক্রবার রাজকোটের দ্বিতীয় টেস্টে জ্যাক ক্রলিকে আউট করে এমন নজির গড়লেন রবিচন্দ্রন অশ্বিন। ভারতীয় বোলারদের মধ্যে টেস্টে সবথেকে বেশি উইকেট নিয়েছেন অনিল কুম্বলে। ১৩২টি টেস্টে তাঁর উইকেট সংখ্যা ৬১৯।
এদিকে অশ্বিন হলেন মুথাইয়া মুরলীধরনের পর বিশ্বের দ্বিতীয় বোলার যিনি ১০০টি টেস্ট খেলার আগেই ৫০০ উইকেট নিলেন। ৯৮-তম টেস্টে ৫০০টি উইকেট নেওয়ার নজির গড়লেন অশ্বিন। আর সার্বিকভাবে বিশ্বের নবম বোলার হিসেবে টেস্টে ৫০০ উইকেটে পেলেন অশ্বিন। তাঁর আগে টেস্ট ক্রিকেটে ৫০০ উইকেটের মাইলস্টোন টপকেছেন মুথাইয়া মুরলীধরন (৮০০), শেন ওয়ার্ন (৭০৮), জেমস অ্যান্ডারসন (৬৯০), অনিল কুম্বলে (৬১৯), স্টুয়ার্ট ব্রড (৬০৪), গ্লেন ম্যাকগ্রা (৫৬৩), কোর্টনি ওয়ালস (৫১৯) ও নাথান লিয়ন (৫১৭)।