দিল্লির শাহদারায় ৪ তলা আবাসনে অগ্নিকাণ্ডে মৃত ১

নয়াদিল্লি, ১৬ ফেব্রুয়ারি (হি.স.) : দিল্লির শাহদারা জেলায় একটি চারতলা আবাসনে আগুন লেগে ১ ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটেছে। শুক্রবার সকালে শাহদারা জেলার মোতি রাম রোডের একটি ৪-তলা আবাসনের একতলার একটি ফ্ল্যাটে আগুন লেগে ১ ব্যক্তির মৃত্যু ঘটেছে। শুক্রবার পুলিশ এই তথ্য জানিয়েছে।

স্থানীয় পুলিশ সকাল ৭.১২ নাগাদ একটি ফোন পায় তারপরই পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, ৩০-৩৫ গজ এলাকা জুড়ে অবস্থিত চারতলা আবাসনে এই দুর্ঘটনাটি ঘটে। মৃতের নাম বেডরুখ মাহাতো। তাঁকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে পুলিশ জিটিবি হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে জানিয়ে দেয়। দমকল কর্মীদের চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।